আগরতলা, ১৯ জুলাই : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ২১ জুলাই তিনি ত্রিপুরায় আসবেন। তার আগে, ২০ জুলাই তিনি অসম সফরে আসবেন।
পিআইবি আগরতলার ডেপুটি ডিরেক্টর মিডিয়া এন্ড কম্যুনিকেশন শুভাশীষ চন্দ জানিয়েছেন, আগামী ২১ জুলাই দুপুর সাড়ে তিনটায় আগরতলায় মন্ত্রী বাড়ি রোড স্থিত নেতাজী চৌমুহনীতে গড়ে উঠা জিএসটি ভবনের উদ্বোধনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরা সফরে আসছেন। তিনি ওই জিএসটি ভবনের উদ্বোধন করবেন।
মূলত, তিনি ২০ জুলাই থেকে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য সফর শুরু করবেন। ২০ জুলাই তিনি গুয়াহাটি যাবেন। ২১ জুলাই সকালে সেখানে সিবিআইসি দ্বারা আয়োজিত বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠান সেওইদিন রে তিনি আগরতলায় আসবেন। আগরতলায় জিএসটি ভবন উদ্বোধন ছাড়াও তিনি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকে বসবেন। ২২ জুলাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রী শ্রীমন্তপুর আইসিপি পরিদর্শনে যাবেন। সেখানে আইসিপি, জেটি এবং বাংলাদেশ সীমান্ত গেইট পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে তিনি বিকেলে দিল্লি ফিরে যাবেন।