ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।।অষ্টম স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাসকে। উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান দাবার বালিকাদের অনূর্ধ্ব-৯ বিভাগের ক্লাসিক্যাল ইভেন্টে। ৯ রাউন্ডের আসর শেষ হয় বুধবার। তাতে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করে আরাধ্যা। অনুজ কুমার এবং অঞ্জু দাসের একমাত্র মেয়ে আরাধ্যা আসরে ৫ টি ম্যাচে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ৩ টি ম্যাচে হেরে যায়। এর আগে র্যাপিড দাবায় দখল করেচিলো পঞ্চম স্থান। আসরে মঙ্গোলিয়ার তেলমুন ইদের সাড়ে ৭ পযেন্ট পেয়ে এশিয়ার সেরা দাবাড়ুর সম্মান পায় ওই বিভাগে। প্রসঙ্গত: আসরে মোট ৩১ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। এবারের আসরের সাফল্য আরাধ্যার মনোবল বাড়ালো নিসন্দেহে বলা যায়। যা আগামীদিনে আরও ভালো খেলতে সাহায্য করবে। মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ দত্ত অভিনন্দন জানিয়েছেন আরাধ্যা-কে।
2023-07-19