নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): আদালতের নির্দেশ মতো বুধবার সকালে সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। কড়া নিরাপত্তা ঘেরাটোপে বুধবার সকালে আদালতে হাজিরা দেন সিসোদিয়া, এদিনও তাঁর মুখে ছিল হাসি। দিল্লি আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত সিবিআই-এর মামলায় এদিন আদালতে হাজিরা দেন সিসোদিয়া।
আপ নেতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, সেই বিষয়ে যে দিন সিসোদিয়ার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল, সেই দিনের সিসিটিভি ফুটেজের একটি কপি পেন ড্রাইভে করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট।