শুটিং সেটে গুরুতর জখম রুবেল

কলকাতা,১৯জুলাই (হি.স.): গুরুতর আহত অভিনেতা রুবেল । শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা । ভেঙে গিয়েছে দুটি গোড়ালি । আপাতত রয়েছেন তাঁর বারাসাতের বাড়িতে

। বুধবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন অভিনেতা ।

রুবেলের আঘাত লাগার কারনে শুটিং বন্ধ সিরিয়ালের । উঠে দাঁড়াতে পারছেন না নায়ক । তার জন্য চিন্তিত তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যও । আচমকাই ঘটেছে এই ঘটনা । মন ভাল নেই নায়িকার । এই বিষয়ে অভিনেত্রী জানায়, খুবই চিন্তিত হয়ে পড়েছেন সে । সিরিয়ালে মারপিটের দৃশ্যে শুটিং চলছিল বাস থেকে লাফানোর একটি শট দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে । যার উপরে তিনি লাফ দিয়েছিলেন সেই জায়গাটা এবড়ো খেবড়ো ছিল বুঝতে না পেরে পা ঘুরিয়ে পড়ে যান । পায়ে প্লাস্টার করা হয়েছে । বাথরুমের যাওয়ার জন্যেও দাঁড়াতে পারছেন না ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *