ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।।উন্মুক্ত প্রাইজমানি দাবা প্রতিযোগিতা শুরু ২২ জুলাই। দুদিনব্যাপী আসর হবে এন এস আর সি সি-র দাবা হলঘরে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে হবে আসর। ২২ জুলাই সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসরের প্রথম ১০ স্থানাধিকারী দাবাড়ুকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-৭, ৯,১১,১৩, ভেটারেন দাবাড়ু এবং সেরা মহিলা দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুকে ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমাতি রাজ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। আসরে এন্ট্রি নেওয়ার শেষ দিন ২১ জুলাই। খেলা পরিচালনা করবেন ফি ডে আরবিটর অনুপম ভট্টাচার্য।
2023-07-19