নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুলিশ নাগরিক সম্পর্ক ও আইন নিয়ে গকুলনগর রাস্তার মাথায় কমিউনিটি হল ঘরে এক সচেতনামূলক শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব , বিচারপতি এন সি দাস পিএসি সচিব এস ভট্টাচার্য, এসডিপিও পান্নালাল সেন ,সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক সহ পঞ্চায়েত প্রধান ও জনগণ৷মাননীয় বিচারপতি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন পুলিশের যত ক্ষমতা আছে তার মধ্যে গ্রেফতারের ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গ্রেপ্তার মানুষের স্বাধীনতা ও মানুষের মর্যাদা অধিকারকে ক্ষুন্ন করে৷ পুলিশের দ্বারা যত গ্রেপ্তার হয় তার ৬০ শতাংশ অপ্রয়োজনীয় এবং বেআইনি৷ পুলিশকে গ্রেপ্তারের আগে নালিশের সত্যতা সম্পর্কে যাচাই করতে হবে এবং ভিত্তিহীন সন্দেহবাসে শুধুমাত্র নালিশের ভিত্তিতে গ্রেপ্তার আইন সংগত নয় বলে জানান৷ আরো বলেন পুলিশ ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তার মধ্যেই সমাজকে সুশৃংখল করা সম্ভব৷ তাছাড়া আলোচনা করেন কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব৷
2023-07-19