নগাঁও (অসম), ১৯ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের চুলুং দলাপানি এলাকায় পুলিশের নাকা পয়েন্টে উদ্ধার ২৮টি কন্টেইনার সহ ৫.০৫০ গ্ৰাম হেরোইন এবং নগদ ১২,৮০০ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার মাদক পাচারকারীকে।
চুলুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল দেবনাথের নেতৃত্বে নাকা পয়েন্টে এএস ১২ এএফ ১৫২৪ নম্বরের একটি টিভিএস স্কুটি আটকে তাতে তালাশি চালিয়ে হেরোইন ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন অভিযানকারী পুলিশের দল। ধৃত চারজনকে ঢেকিয়াজুলির মনোজ তামাং, চারিদুয়ারের প্ৰকাশ রায়, অরুণাচল প্ৰদেশের পশ্চিম কামেঙের জেমস সিকম এবং কলিয়াবরের ১ নম্বর বরঘূলির বাসিন্দা আব্দুল শাহিদ বলে শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ অফিসার মৃদুল দেবনাথ জানান, ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

