ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে, পালঘর ও রায়গড়ে প্রবল বর্ষণের সতর্কতা

মুম্বই, ১৯ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। বুধবার সকালে প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে, একনাগাড়ে বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন অংশে জল জমে যায়। ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

পালঘর এবং রায়গড় জেলার জন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে এবং থানে, মুম্বই এবং রত্নাগিরির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে আইএমডি। রায়গড়ের জেলাশাসক যোগেশ মহসে প্রবল বৃষ্টির কারণে জেলার সমস্ত স্কুল ও কলেজে বুধবার ছুটি ঘোষণা করেছেন। আবার চন্দ্রপুর জেলাশাসক বিনয় গৌড়া ভারী বৃষ্টির কারণে এদিন জেলার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *