দামছড়া থানার পুলিশের হাতে আটক দুই মাদক পাচারকারী

আগরতলা, ১৮ জুলাই (হি.স) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আজ সকালে পশ্চিম আরকেপুর নাকা পয়েন্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ প্যাকেটে মোট ৬০০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে এক যুবক ও যুবতীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে অসম থেকে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে অসম এবং ত্রিপুরার সংযুক্ত সড়ক পশ্চিম আরকেপুর নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। ওই সময় নাকা পয়েন্টে এএস১১এফ৪৪০০ নম্বরের গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ প্যাকেট ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। ৩ প্যাকেটে মোট ৬০০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। সাথে এক যুবক ও যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন করন্তি রিয়াং ও কবীর আহমেদ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *