নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে এসে কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেল থেকে দুই যুবককে আটক করে পশ্চিম থানার পুলিশ৷ পুলিশ জানায় বাংলাদেশের রাঙ্গামাটি এলাকা থেকে দুই যুবক অবৈধভাবে সাব্রুম এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং কাজের সন্ধানে কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেলে যায়৷সেখান থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করে পশ্চিম থানার পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে পশ্চিম থানায়৷৷কি কারণে তারা ভারতে এসেছে কাজের সন্ধানে নাকি অন্য কোন রহস্য রয়েছে৷ প্রশ্ণ উঠছে সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা এবং বিএসএফের টহলদারি থাকার সত্বেও কিভাবে দুই যুবক ভারতে প্রবেশ করেছে৷
2023-07-18