সুকল কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পষ্ট প্রথম শ্রেণীর ছাত্র, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে অল্পতে প্রানে বাঁচল এক পঞ্চম শ্রেণীর ছাত্র৷ ঘটনা বিশালগড় অফিসটিলা দ্বাদস শ্রেনি বিদ্যালয়ে৷ আহত সুকল ছাত্রের নাম নয়ন সাহা৷ জানা যায় দীর্ঘদিন ধরে অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শৌচালয়ের ইলেকট্রিক বোর্ডটি ভেঙ্গে রয়েছে৷যার কারণে ইলেকট্রিক বোর্ডের তার এবং সুইচ গুলি বিপদজনক ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ মঙ্গলবার সকালে অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাত বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন সাহা বিদ্যালয়ের বাথরুমে গেলে ওই শৌচালয়ের ভাঙ্গা ইলেকট্রিক বোর্ডটি ওই ছাত্রের সংস্পর্শে আসে৷ ভাগ্যক্রমে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের প্রচেষ্টায় প্রানে বেচে যায় নয়ন৷ কিন্তু উক্ত ঘটনায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে যায় শিশুটি৷ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ খবর দেওয়া হয় আহত সুকল ছাত্র নয়নের পরিবারের লোকদের৷ খবর পেয়ে তার পরিবারের লোকেরা ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে আহত ছাত্রের মা৷ উল্লেখ্য, মাত্র কয়েক বছর পূর্বে অফিস টিলা দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি তৈরী করা হয়েছে৷ কিন্তু পাকা বাড়িটি এখনো উদ্বোধন না করেও বিদ্যালয়ের পঠন পাঠন চলছে৷ এর মধ্যেই অতি নিম্নমানের কাজ করায় অনেকাংশে বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য জলের লাইন নস্ট হয়ে মরন ফাঁদের রূপ নিয়েছে৷ সম্প্রতি বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের রূপান্তর করা হলেও বিদ্যালয়ের পরিকাঠামোতে নজর নেই বিদ্যালয় পরিচালন কমিটি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷ বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডে রীতিমত নিন্দা জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *