নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ সোমবার রাতে ধর্মনগর আই এস বি টি থেকে সচেতন সাধারণ নাগরিকরা পুলিশকে খবর দিয়ে তিনটি বাচ্চা সহ মোট ৯ জন বাংলাদেশীকে ধরিয়ে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে৷ জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রবিবার ভোররাত তিনটের দিকে তারা অবৈধভাবে বিলোনিয়া দিয়ে ভারতে প্রবেশ করে৷ আজ বিলোনিয়া থেকে রেল পথে আগরতলা আসে এবং আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসে৷ ধর্মনগরে এসে আইএসবিটিতে বাস ধরতে যায়৷ সেখানে সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তারা এদেরকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়৷ ধর্মনগর থানার পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷ থানার ওসি শিবুরঞ্জন দে জানিয়েছেন,তাদের কাছে কোন সঠিক ভারতীয় ডকুমেন্ট নেই৷ এবং তারা স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশে৷ একজন দালাল দিলওয়ার প্রত্যেকের কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে বাংলাদেশ থেকে এদেরকে বিলোনিয়া সীমান্ত দিয়ে ত্রিপুরাতে এনেছে বলে জানিয়েছে এক বাংলাদেশী নাগরিক৷ যারা বাংলাদেশী বলে ধরা পড়েছে তারা হলো,সারবিন বেগম এবং বিল্লাল শেখ এদের বাড়ি বাংলাদেশের নড়াই এরা দুজন স্বামী-স্ত্রী,মোহাম্মদ সাহেব আলী বাড়ি বাংলাদেশের নরাই,চয়নিকা বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা তিন বছরের মেয়ে,হাসি বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা পাঁচ বছরের মেয়ে,তনু শেখ বাড়ি বাংলাদেশের ডুমরিয়া৷ তারা ভারতের আহমেদাবাদ শহরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানায় এক বাংলাদেশী নাগরিক৷ তাদের মধ্যে বিল্লাল শেখের একটা পা নেই এবং সে ক্যান্সারে আক্রান্ত৷
2023-07-18