পোর্টব্লেয়ার ও নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : পোর্টব্লেয়ারের নাগরিকবৃন্দের দীর্ঘদিনের প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে। ১৮ জুলাই, মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লিতে থেকে ভার্চুয়ালি পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪০,৮০০ বর্গমিটারের এলাকাজুড়ে তৈরি হয়েছে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল। নতুন টার্মিনাল ভবনটি বার্ষিক প্রায় ৫০ লক্ষ যাত্রী পরিচালনা করতে সক্ষম হবে। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে ৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বোয়িং-৭৬৭-৪০০ এবং দু’টি এয়ারবাস-৩২১ ধরনের বিমানের জন্য উপযুক্ত একটি এপ্রোনও নির্মাণ করা হয়েছে, যা বিমানবন্দরটিকে এখন একসঙ্গে দশটি বিমানের পার্কিংয়ের উপযোগী করে তুলেছে।