কৈলাসহরে কালী মন্দির সরানোক কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  কৈলাসহর পৌর পরিষদের অন্তর্গত দক্ষিণ কাছরঘাট এলাকায় কালী মন্দির সরানোকে কেন্দ্র করে উত্তেজনা৷ মোতায়েন বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷  ঘটনার বিবরনে জানা যায় গত কিছুদিন আগে কৈলাশহর দক্ষিণ কাছরঘাট এলাকায় কৈলাসহর মহকুমা শাসকের তরফ থেকে একদিনের জন্য কালী পুজো করার পারমিশন দেওয়া হয়৷  স্থানীয় এলাকাবাসী অস্থায়ী  কালী মন্দির তৈরি করে কালী পূজাও করেন এবং পরবর্তী সময়ে এই অস্থায়ী কালী মন্দির স্থায়ী করতে চাইছেন৷ মন্দির সরাতে চাইছেন না স্থানীয় এলাকাবাসীরা৷ পাশাপাশি ১৫ ও ২০ বছর ধরে কাছরঘাট এলাকায় এই পূজা করে আসছেন এলাকাবাসী৷ ঘটনাস্থলে এসে উপস্থিত হন কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শিবচন্দ্র দে, কৈলাশহর থানার ওসি সঞ্জীব লস্কর,চেয়ারপারসন চপ্পলা রানী দেব রায়