ধেমাজি (অসম), ১৭ জুলাই (হি.স.) : ধেমাজির গোগামুখে জলপ্লাবণের সৃষ্টি হয়েছে। বন্যার জলে ভাসছে ২০টি গ্রাম। অরুণাচল প্ৰদেশে অবিরাম বৃষ্টিপাতের ফলে জিয়াঢল, কুমতিয়া এবং ন-নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ধেমাজি জেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, গোগামুখ রাজস্ব সার্কলের অন্তৰ্গত প্ৰায় ২০টির বেশি গ্রামে এখন সাগর-সদৃশ পরিবেশ বিরাজ করছে।
গোগামুখের চতুর্দিকে কেবল জল আর জল। বন্যাক্ৰান্ত চুতিয়াকারী, রতোয়া এবং বালিচাপরির বাঁধ তৈরি না করায় জলপ্ৰলয়ের কবলে পড়েছে বড়দৈবাম, বাদলুকা, চুতিয়াকারী, কমাচলা, টেঙাগড়া, রতুয়া, ফুলবাড়ি, গরৈমারি, লেজুয়া, বড়দৈবাম বেতনিহুলা প্রভৃতি গ্রামের কোনও গৃহস্থের ঘরে কোমর, নয়তো কারোর গলা আবার কোনও কোনও ঘরের চালা পর্যন্ত ডুবে গেছে বন্যার জলে। গ্রামগুলির গৃহস্থরা গবাদি পশু, হাঁস-মুরগি, ছাগল নিয়ে পার্শ্ববর্তী বাঁধ অথবা উঁচু স্থানে মাচা তৈরি করে তার ওপর সহাবস্থান করছেন। বন্যাক্ৰান্ত এলাকার হাজারো পরিবার খাদ্য, পানীয় জলের অভাবে হাহাকার করছেন। সংকট দেখা দিয়েছে পশুখাদ্যেও।