পরকীয়ার জেরে একটি সুন্দর সাজানো সংসার তছনছ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷  পরকীয়া প্রেম একটি সুন্দর সাজানো সংসার মুহূর্তের মধ্যেই ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না৷ ঠিক একই ভাবে পরকীয়া প্রেমের জেরে একটি সুন্দর সাজানো সংসার আজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে৷ গত ২০১৬ সালে কমলা সাগর বিধানসভার রাস্তার মাতা হরিশ নগর এলাকার ললিত দেবনাথ এর ছেলে পিন্টু দেবনাথ একই বিধানসভা এলাকার কোনাবণ হরিহর দোলা এলাকার মৃত নিমাই দেবনাথ এর মেয়ে মৌসুমী দেবনাথকে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করে৷ বিয়ের পর থেকেই মৌসুমী দেবনাথ অন্য এক ছেলের সাথে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়ে পড়ে৷ স্বামী পিন্টু দেবনাথ এর অবর্তমানে ওই ছেলেটি মৌসুমীর দেবনাথ এর সাথে ফষ্টিনষ্টি করার জন্যও আসতো৷ পিন্টু দেবনাথ তার নিজের স্ত্রীকে এই পথ থেকে ফিরে আসতে অনেকবার বুঝানোর চেষ্টাও করেছিল৷ কিন্তু মৌসুমী দেবনাথ তার নাগরকে ভুলে যেতে কোনভাবেই রাজি ছিল না৷ তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়৷ কিন্তু তারপরেও মৌসুমী দেবনাথ তার এই সুন্দর সংসারের কথা কোন চিন্তা করেনি৷ অবশেষে গত তিন বছর আগে আচমকা মৌসুমী দেবনাথ তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যায়৷ মৌসুমী দেবনাথ এর চিন্তা ভাবনা ছিল তার স্বামী পিন্টু দেবনাথকে ছেড়ে তার নাগরকে নিয়ে ঘর সংসার করে সুখে থাকবে৷ পিন্টু দেবনাথ তার স্ত্রী কন্যাকে ফিরিয়ে আনতে অনেকবার গিয়েছিল৷কিন্তু বারবার  অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে৷ মৌসুমী দেবনাথ তার নাগরের সাথে এমন ভাবেই ছবি তুলেছে যা দেখলে মনে হয় সেই নাগরই তার প্রকৃত স্বামী৷ স্ত্রী সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে পিন্টু দেবনাথ আগরতলা স্থিত ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারে অভিযোগ জানায়৷ কিন্তু মৌসুমী দেবনাথ সাফ বলে দেয় সে তার স্বামীর ঘরে ফিরে যাবে না৷ তার স্বামী পিন্টু দেবনাথ এর কাছ থেকে ডিভোর্স এর দাবি করেছে৷এদিকে পিন্টু দেবনাথ তার স্ত্রী এবং সন্তানকে কোনভাবেই ছাড়তে রাজি ছিল না৷ যার ফলে পিন্টু দেবনাথ ডিভোর্স দেবে না বলে জানিয়ে দেয়৷ এদিকে নিজের স্বামীর সন্তান থাকা সত্ত্বেও মৌসুমী দেবনাথ অন্য এক ছেলের সাথে সর্বত্র ঘোরাফেরা করে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছে বলে অভিযোগ পিন্টু দেবনাথ এর৷ বর্তমানে পিন্টু দেবনাথের বাড়িতে তার বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই৷ গোটা বাড়িতেই যেন পিন্টু দেবনাথ তার স্ত্রীকে নিয়ে সাজানো সুন্দর সংসারের স্মৃতি ঘুরে বেড়াচ্ছে৷ পিন্টু দেবনাথ অনবরত কেদেই যাচ্ছে তার স্ত্রী এবং সন্তানের জন্য৷ পিন্টু দেবনাথ জানিয়েছে এত কিছুর পরেও সবকিছু ভুলে গিয়ে সে তার স্ত্রী এবং সন্তানকে পুনরায় বাড়ি ফিরিয়ে আনতে চায়৷ পিন্টু দেবনাথ জানিয়েছেন পরকীয়া জিনিসটা যে এত বিষাক্ত হবে তার আগে কখনো জানা ছিল না৷ এখনো পিন্টু দেবনাথ তার স্ত্রী এবং সন্তান ফিরে আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *