দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে স্কাইমেট।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, দক্ষিণ গুজরাট, কোঙ্কন এবং গোয়া, উপকূলীয় কর্ণাটক, ছত্তিশগড়, ওডিষা এবং অরুণাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় হালকা, মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হবে।

স্কাইমেটের মতে, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অভ্যন্তরীণ মহারাষ্ট্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং অভ্যন্তরীণ কর্ণাটকে হালকা বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, অসমের পশ্চিম অংশ, উপকূলীয় ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পাদদেশ, কোঙ্কন ও গোয়া, দক্ষিণ গুজরাট, ওডিষা, বিহার, বিদর্ভের কিছু অংশ, লাক্ষাদ্বীপ, কেরালা, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তর হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্ব রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

বর্তমানে, মৌসুমী অক্ষের পশ্চিম প্রান্তটি তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে এবং পূর্ব প্রান্তটি তার স্বাভাবিক অবস্থানের উত্তরে রয়েছে। মৌসুমী বায়ু বিকানের, নারনৌল, গোয়ালিয়র, সাতনা, ডাল্টনগঞ্জ, দিঘা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মধ্য দিয়ে যাচ্ছে। রবিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *