কলকাতা, ১৬ জুলাই (হি. স.) : : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির জলে ফুলেফেঁপে উঠেছে নদীর জল। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর জল। এর মধ্যে ভুটানেও বৃষ্টির জেরে হরপা বান নেমেছে উত্তরবঙ্গের একাংশে। এর জেরে জলমগ্ন পরিস্থিতি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এমন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিশেষ বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার টুইট করে মমতা জানিয়েছেন, ‘উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে সোমবার পাঠাচ্ছি উত্তরবঙ্গে। সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সমস্ত আধিকারিকরা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিমুহূর্তে। বৃষ্টিতে চাষের ক্ষতির বিষয়টিও দেখছে এগ্রিকালচার দফতর। আমি নিজেও বিষয়টির উপর নজর রাখছি।’ বন্যা বিধ্বস্ত এলাকায় জেলা শাসক ও পুলিশ সুপার উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারে হাত লাগিয়েছে কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও ২৪ ঘণ্টা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।