আন্ত: মহকুমা প্রাইজমানি ফুটবল আসরে আগরতলা প্রেসক্লাব সেরা, রানার্স ধর্মনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবলে আয়োজক আগরতলা প্রেসক্লাব-ই চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে ধর্মনগর প্রেসক্লাব টিম। কোয়ার্টার ফাইনালে ধর্মনগর প্রেসক্লাব টিম ২-০ গোলে বিলোনিয়া প্রেসক্লাব টিমকে পরাজিত করে এবং সেমিফাইনালে খুমুলুঙ  প্রেসক্লাব-বি টিমকে এক-শূন্য গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে আগরতলা প্রেসক্লাব টিম কোয়ার্টার ফাইনালে বাই পেলেও সেমিফাইনালে ২-০ গোলে খুমুলুঙ প্রেসক্লাব-এ টিমকে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র পায়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র-তে শেষ হলে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে আগরতলা প্রেসক্লাব টিম ২-১ গোলে ধর্মনগর প্রেসক্লাব টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। খেলা শেষে এক বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি, প্রাইজমানি ও পদক  প্রদানের পাশাপাশি মাঠে ক্রীড়া নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে ধর্মনগর প্রেস ক্লাবের রাহুল গোস্বামী, সেরা গোলরক্ষক: আগরতলা প্রেস ক্লাবের সুমন সাহা, সেরা স্ট্রাইকার: খুমুলুঙ প্রেসক্লাবের  কৃষানু দেববর্মা, সেরা মিডফিল্ডার: বিলোনিয়া প্রেসক্লাবের নিহার রঞ্জন সাহা, সেরা ডিফেন্ডার: আগরতলা প্রেসক্লাবের সুজিত ঘোষকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত স্পন্সরর রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার সাহা, সচিব সঞ্জীব সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, প্রেসক্লাব সচিব রমাকান্ত দে, যুগ্ম সচিব তথা স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে, যুগ্ম সচিব কমল চৌধুরী প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকালে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন কোচ বিমল কুমার রায় চৌধুরী। পৌরহিত্য করেন প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। এছাড়া স্পোর্টস কমিটির চেয়ারম্যান, প্রেসক্লাব সচিব প্রমূখ দুই দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন এবং বল-এ কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী কমিটির সদস্য অভিষেক দেববর্মা, মিহির শীল, মনীষ লোধ সহ স্পোর্টস কমিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি খোকন সাহা, সুকান্ত দত্ত, পিন্টু চাকমা ও হরি শর্মা। ধারাভাষ্যকার এবং টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সুপ্রভাত দেবনাথ। ‌ পুরানো জেল মাঠ তথা অধুনা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কর্মকান্ড সেরে আগরতলা প্রেসক্লাব টিম চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়ক সন্তোষ গোপ প্রত্যেক খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। এদিকে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্পনসরর ও কো-স্পন্সরের ভূমিকায় রাধাকৃষ্ণ জুয়েলারি, পারুল প্রকাশনী, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা রেফারিজ এসোসিয়েশন, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন, লাল বাহাদুর ব্যয়ামাগার, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সহ সংশ্লিষ্ট সকলকে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *