বৈষ্ণবনগর, ১৬ জুলাই (হি.স.) : মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক । রবিবার বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতকে পাঁচদিনের পুলিশ হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সহদেব মণ্ডল (১৮)। সে কালিয়াচক থানার রাজনগর গ্রামের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ একটি অভিযান চালায় পুরাতন ১৬ মাইল এলাকায়। সেই এলাকায় মহাদেব মণ্ডল নামে ওই যুবক আসতেই পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।