জয়পুরের কাছে লাইনচ্যুত মালগাড়ির দু’টি বগি, বিঘ্নিত রেল পরিষেবা

জয়পুর, ১৫ জুলাই (হি.স.): রাজস্থানের জয়পুরের কাছে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির দু’টি বগি। শনিবার সকাল পাঁচটা নাগাদ জয়পুর-মাদার রেলওয়ে সেকশনের আসালপুর জোবনের এবং হিরনোদা স্টেশনের মাঝে একটি মালগাড়ির দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে মোট ৭টি ট্রেন।

রেলের মুখপাত্র জানিয়েছেন, জয়পুর-মারওয়ার (১৯৭৩৫), মারওয়ার-জয়পুর (১৯৭৩৬), জয়পুর-যোধপুর (২২৯৭৭), যোধপুর-জয়পুর (২২৯৭৮), আজমের-জয়পুর (০৯৬০৫), জয়পুর-আজমের (০৯৬০৬) এবং জয়পুর-সুরাতগড় (১৯৭১৯) ট্রেনগুলি শনিবারের জন্য বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *