ভরণপোষণের দাবীতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণা প্রথমা স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ভরণপোষণের দাবিতে স্বামীর বাড়িতে ধর্নায় প্রথমা স্ত্রী সহ সন্তান৷ বিশালগড় বাইদ্যাদীঘি এলাকার রাজীব দাস তার প্রথমা স্ত্রী সহ সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করে৷  শনিবার বেলা ১১:৩০ মিনিটে ভরণপোষণের দাবিতে প্রাথমা স্ত্রী প্রতিমা দাস তার সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে ধর্নায় বসেন৷ প্রথম স্ত্রী সহ সন্তান স্বামীর বাড়িতে ধর্নায় বসার খবর পেয়ে অন্যদিকে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় স্বামী রাজীব দাস সহ শাশুড়ি গৌরী দাস৷ জানা যায়, পূর্বে প্রতিমা দাসের শরীরে আগুন লাগিয়ে পুরো শরীর জ্বালিয়ে দেওয়ার  অভিযোগ রয়েছে স্বামী রাজিব দাস সহ শাশুড়ি গৌরী দাসের বিরুদ্ধে৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতারিত প্রথম স্ত্রী স্থানীয় মাতববর এবং প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে৷ ৫ দিন ধরে অভুক্ত মা-ছেলে ! পাশে নেই কেউই বিশালগড় বাইদ্যারদীঘি এলাকায় রাজীব দাস তার প্রথমা স্ত্রী ও সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করে নেয়৷ প্রথমা স্ত্রীর অভিযোগ তার শরীরের প্রায় অর্ধেক অংশ আগুনে পুড়িয়ে দিয়েছিল স্বামী৷ এরপর তিনি মামলা করায় স্বামী বলেছিল ৮ লাখ টাকা দেবে৷ টাকার কথা বলে মহিলাকে দিয়ে মামলা নিস্পতি করিয়ে নেয়৷ কিন্তু টাকা তো দেয়নি, বাড়িতে জায়গাও মেলেনি৷ বরং দ্বিতীয় বিয়ে করে নেয় স্বামী৷ গত ৫দিন আগে ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন প্রথমা স্ত্রী৷ তখন থেকে মা-ছেলে অভুক্ত এবং দ্বারে দ্বারে ঘুরছেন৷ কারণ তারা আসার পর স্বামী, দ্বিতীয় স্ত্রী এবং শাশুড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *