হাসপাতালে চিকিৎসাধীন কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে দিল্লি পাঠাচ্ছে ত্রিপুরা সরকার

আগরতলা, ১৫ জুলাই (হি.স) : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনজন আহতকে উন্নতমানের চিকিৎসার জন্য দিল্লি পাঠাচ্ছে ত্রিপুরা সরকার। আজ তাঁদের দেখতে জিবি হাসপাতাল গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা আহত হয়েছিলেন তাঁদের মধ্যে কয়েকজন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা একটু জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের আজ দিল্লী পাঠানো হচ্ছে। আগামীকাল আরো একজনকে দিল্লী পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

তাই আজ হাসপাতালে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসা সংক্রান্ত সবধরনের সরকারি সাহায্য প্রদান করা হবে বলে পরিবারের সদ্যসদের আশ্বাস দিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় কর্তব্যরত চিকিৎসক এবং মেডিকেল টিম আহতদের সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি দিল্লীর চিকিৎসকেরাও ভিডিও কনফারেন্সে ত্রিপুরার চিকিৎসকদের এই ভূমিকার প্রশংসা করেছেন।