আবুধাবি, ১৫ জুলাই (হি.স.): ফ্রান্স সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন, শনিবার ভোররাতেই ফ্রান্স থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। আর সকালেই (ভারতীয় সময়) পৌঁছে যান আবুধাবি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এটি মোদীর পঞ্চম আরব সফর। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনযংযোগ সহ বিস্তৃত ক্ষেত্রে সুসংহত কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ক বিদ্যমান। সংযুক্ত আরব আমিরশাহী, ভারতের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী। এই সফরে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।