নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): যমুনা নদীর জলস্তর একটু একটু করে বেড়েই চলেছে। ইতিমধ্যেই যমুনার জল দিল্লির রাজপথে এসে পৌঁছেছে, শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট, লালকেল্লায় কাছে যমুনার জল পৌঁছে যায়। রীতিমতো বন্যা পরিস্থিতি রাজধানীতে! দিল্লিবাসী বলছেন, এমন পরিস্থিতিতে আগে কখনও দেখেছেন বলে তাঁদের মনে পড়ছে না। ভারী বৃষ্টিপাত এবং যমুনা নদীর জলস্তর বৃদ্ধির ফলে দিল্লির কিছু অংশে জল জমে গিয়েছে। বন্যা পরিস্থিতি দিল্লির যমুনা বাজার এলাকায়।
শুক্রবার সকাল ৯টা নাগাদ দিল্লির পুরানো রেল সেতুতে যমুনা নদীর জলস্তর রেকর্ড করা হয়েছিল ২০৮.৪০ মিটার, দশটা নাগাদ তা কমে ২০৮.৩৮ মিটারে পৌঁছয়। দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, “বৃষ্টির জন্য জল জমছে না। বৃহস্পতিবার যে সব এলাকায় এই অবস্থা দেখা গিয়েছে সেখানে সব ড্রেন ভর্তি ছিল। আইটিও থেকে জল পুরানো দিল্লির ড্রেনে প্রবাহিত হয়, কিন্তু লাল কেল্লার চারপাশে বন্যার কারণে পুরানো দিল্লির সমস্ত ড্রেন পূর্ণ। আমাদের টিম নিরন্তর কাজ করছে।
দিল্লির নানা অংশে জল জমে যাওয়ায় কাজের দিনে সমস্যার মধ্যে পড়েছেন দিল্লিবাসী। অনেকেই বলেছেন, এমন পরিস্থিতি আগে তাঁরা কখনও দেখেননি। এক পথচারী এদিন বলেন, “আমি এই দৃশ্য আগে কখনও দেখিনি। অফিসে যাওয়ার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হোক।”