নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ পুলিশের হাত থেকে পলাতক এক গাঁজা পাচারকারী, সারারাত তল্লাশি চালিয়ে পলাতক আসামীকে গ্রেফতার করে মান রাখলো ধর্মনগর থানার পুলিশ৷উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যতই সক্রিয় হোন না কেন একাংশ পুলিশ অফিসারদের অবহেলায় থানা গুলি এখনো শুধরে উঠতে পারেনি৷ একের পর এক ত্রুটিপূর্ণ কাজ ধরা পড়ছে জনসমক্ষে৷ যদিও থানা বাবুরা ত্রুটি ঢাকতে নাছোড়বান্দা হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এবার পুলিশের হেফাজত থেকে এক এনডিপিএস মামলার আসামি পালিয়ে গেলে পুলিশ পুনরায় পলাতক আসামীকে গ্রেফতার করে মান রাখে৷
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর থানা মাদক বিরোধী অভিযান চালায়৷ এতে পুলিশ ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে দুজন বহিঃ রাজ্যের গাঁজা কারবারীকে ত্রিশ কেজি শুকনো গাঁজা সহ গ্রেপ্তার করে৷ ধৃতরা যথাক্রমে দিলখুস কুমার এবং নিরাজ কুমার৷ দুজনের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায় বলে জানা গেছে৷ এদিকে ঘটনাস্থল থেকে ধৃতদের থানায় নিয়ে আসলে গাড়ি থেকে নামতে গিয়ে পুলিশের হাত থেকে দিলখুস কুমার নামে গাঁজা পাচারকারী পালিয়ে যায়৷ অবশেষে আদাজল খেয়ে এদিন সারারাত্র জুড়ে চলে পুলিশের তল্লাশি৷ পরবর্তীতে এদিন ভোরের দিকে পলাতক ঐ আসামীকে গ্রেফতার করে মান বাঁচায় পুলিশ৷
অপরদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে বহিঃরাজ্যের দুই যুবকের কাছ থেকে পাঁচ প্যাকেটে মোট ত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে৷ যার কালোবাজারি মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা৷ তিনি আরো জানান,পুলিশি রিমান্ড চেয়ে ধৃতদের শুক্রবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে৷ পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন অবস্থা চলতে থাকলে পুলিশের উপর থেকে মানুষের আস্থা বহুলাংশে যে কমে যাবে তা বলাই বাহুল্য৷ কেননা পুলিশের অসতর্কতার কারণেই গাঁজা পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল৷