কলকাতা, ১৪ জুলাই (হি.স.): উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৫ জুলাই থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। উল্টোদিকে দক্ষিণে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি একটু বাড়তে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও, অস্বস্তিকর তাপমাত্রার কবল থেকে এখনই রেহাই পাবে না কলকাতা।
কলকাতায় এখনই বৃষ্টির ঘাটতি মিটবে না। ১ জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। চলতি মাসেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।