নয়াদিল্লি ও প্যারিস, ১৪ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা ”গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার”-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ”গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার”-এ ভূষিত করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পেলেন।
বিগত ৯ বছরের শাসনকালে প্রধানমন্ত্রী মোদী বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ”গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার” হল ১৪-তম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। প্রধানমন্ত্রী মোদী তাঁর মেয়াদের শেষ ৯ বছরে যে পুরষ্কারগুলি পেয়েছেন তার মধ্যে রয়েছে- পাপুয়া নিউ গিনির ”কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু”, ”কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি”, পালাউ প্রজাতন্ত্রের ইবাকল অ্যাওয়ার্ড, অর্ডার অফ দ্য অর্ডার ড্রুক গ্যালপো, মার্কিন সরকার কর্তৃক লিজিয়ন অফ মেরিট প্রভৃতি। জুন মাসেই মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ”অর্ডার অফ দ্য নাইল”-এ ভূষিত হন ভারতের প্রধানমন্ত্রী।