কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : তাদের হেফাজতে কুন্তল ঘোষের উপর অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে শুক্রবার হাইকোর্টকে জানাল সিবিআই। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআইয় জানায়, তাদের হেফাজতে থাকাকালীন কুন্তলের উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার হয়নি।
এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতের তোপের মুখে পড়তে হয়। বিচারপতি তাদের আইনজীবীদের বলেন, আপনারা যখন এই দুর্নীতির একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো। আপনাদের এই তদন্ত কী অনন্তকাল ধরে চলছে।বিচারপতি আরও বলেন, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক পুর নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর আইন চেয়ে পাঠাচ্ছে। এটা কোনও ধরনের তদন্ত। দেখে শুনে মনে হচ্ছে, আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছে না।
সিবিআই জানায়, সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআইয়ের তদন্তে কোনও হস্তক্ষেপ করেনি। ফলে তদন্ত চালিয়ে যাওয়ায় কোনও বাধা নেই। আদালতে সিবিআইয়ের দাবি, তাদের হেফাজতে থাকাকালীন কুন্তলের উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার হয়নি। আদালতের নির্দেশ ছিল, ওই সময়কার সংশোধনাগারে সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে। সিবিআই জানায়, আদালত থেকে মাত্র ৬-৭ দিনের ফুটেজ পাওয়া গিয়েছে। যদিও আইনে বলা আছে, অন্তত ১৮০ দিনের ফুটেজ সংরক্ষিত রাখতে হবে। আদালতের কাছে আরও ফুটেজ চেয়েও পাওয়া যায়নি। যে ফুটেজ পাওয়া গিয়েছে সেখানে তৃতীয় এক ব্যক্তির অস্তিত্ব মিলেছে। অথচ, আইনত অন্তত ১৮৬ দিনের ফুটেজ সংরক্ষিত রাখতে হয়। তবে সেই ব্যক্তির পরিচয় জানানো হয়নি।
এদিকে, এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি নিয়োগ দুর্নীতির নিয়েও রিপোর্ট জমা দেয়। শিক্ষক ও পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) জানায়, মোট দুর্নীতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকার। স্থাবর, অস্থাবর মিলিয়ে প্রায় ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ২৯ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।