ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।।নবগঠিত কমিটির প্রথম সভা ১৬ জুলাই রবিবার। ত্রিপুরা খো খো সংস্থার। ওই দিন সকাল ১১ টায় এন এস আর সি সি-র মিলনায়তনে হবে সভা। সংস্থার সভাপতি এম ডি সি বিদ্যুৎ দেববর্মার সভাপতিত্বে হবে সভা। তাতে বিভিন্ন সাবকমিটি গঠন করার পাশাপাশি রাজ্যে ওই খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে হবে আলোচনা। সভায় কার্যকরি কমিটির সকল সদস্য এবং সদস্যাদের উপস্থিত থাকার জন্য রাজ্য সংস্থার সম্পাদিকা মিনতি পাল অনুরোধ করেছেন।
2023-07-14