মান্ডি, ১৪ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ওই গাড়িতে থাকা ৪ জন গুরুতর আহত হযেছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মান্ডি জেলায় সুন্দরনগর-কারসোগ সড়কের ওপর খুশালার কাছে। মৃতদের নাম-লালা রাম (৫০), রূপ লাল (৫৫), সুনীল কুমার (৩৫), গোবিন্দ রাম (৬০) ও মোহনা (৫৫)। সকলের বাড়ি সুন্দরনগরে।
শুক্রবার সকালে পুলিশ জানিয়েছে, সুন্দরনগর থেকে আসছিল যাত্রীবোঝাই গাড়িটি। কামরুনাগ মন্দির দর্শনের পর বাড়িতেই ফিরছিলেন তাঁরা। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায় গাড়িটি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের ও ৪ জন আহত হয়েছেন, মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।