জম্মু ও কাশ্মীরে পরিযায়ীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক : গুলাম নবী আজাদ

শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির সভাপতি গুলাম নবী আজাদ। তিনি দাবি করেছেন, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। একইসঙ্গে গুলাম নবী আজাদ বলেছেন, “কেন্দ্রের দায়িত্ব নেওয়া উচিত এবং জনগণকে ক্রমাগত এই ধরনের আচরণের নিন্দা করা উচিত।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ৩ জন পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সকলেই বিহারের সুপৌল জেলার বাসিন্দা। রাত ৮.৪৫ মিনিট নাগাদ শোপিয়ান জেলার গাগরেন গ্রামে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ওই ৩ পরিযায়ী শ্রমিক হলেন-অনমোল কুমার, পিন্টু কুমার ঠাকুর ও হিরালাল যাদব।

এই হামলার তীব্র নিন্দা করে শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির সভাপতি গুলাম নবী আজাদ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে অনেক অ-স্থানীয় মানুষজন কাজ করেন… এটা দুর্ভাগ্যজনক যে তাঁদের ওপর হামলা হচ্ছে… এই সবই জঙ্গিরা ঘটিয়েছে… এটা খুবই দুঃখজনক… কেন্দ্রের দায় নেওয়া উচিত এবং জনগণের উচিত ক্রমাগত এই ধরনের আচরণের নিন্দা করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *