নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সহ-সম্পাদক সাংবাদিক সুমন মহালনবীশের মাতৃদেবী সঞ্চয়িতা মহালনবীশ(৫৭)কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে আইজিএম হাসপাতালে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে দুই পুত্র, পুত্রবধূ , নাতিনী, স্বামীসহ অসংখ্য গুনমুগ্দ আত্মীয়-স্বজন রেখে গেছেন৷ বিকেলে রাঙ্গুটিয়া বামুটিয়ায় নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি, পশ্চিম জেলা কমিটি ও মোহনপুর বিভাগীয় কমিটির তরফ থেকে প্রয়াতার আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে৷ অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ এবং বিভাগীয় কমিটির সভাপতি বাদল দাস সহ অন্যান্যরা প্রয়াতের বাড়িতে গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷
2023-07-13