নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ আগরতলা সিদ্ধি আশ্রম থেকে বাধারঘাট রেল স্টেশন পর্যন্ত রাস্তার বেহাল দশা৷ ফলে রাস্তার যাত্রী সাধারন থেকে শুরু করে গাড়ি চালকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ন আগরতলা সাব্রুম জাতীয় সড়ক থেকে সিদ্ধি আশ্রম হয়ে রেল স্টেশন যাওয়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে৷ সরকার উদ্যোগ নিয়েছে ডাবল লেন করা কিন্তু যে কন্ট্রাক্টর কাজ নিয়েছে সে কাজ বন্ধ করে ফেলে রেখেছে আজকে দীর্ঘদিন হলো৷ ফলে বেহাল রাস্তার ধরুন যাত্রী সাধারন থেকে শুরু করে গাড়ি চালকদের প্রত্যেকদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ন সাধারণ জনগণের মুখে মুখে দপ্তর ও দপ্তরের মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ পেয়েছে৷