নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ সেনাবাহিনীতে নিয়োগের জন্য এসএসসি জিডি ২০২২-২০২৩সালে ত্রিপুরার জন্য ৭০০টি পোস্ট বের হয়েছে৷ এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্যপদগুলিকে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক৷ অভিযোগ অন্যান্য রাজ্যের প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি করে এসএসসি জিডি ২০২২-২০২৩ সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে৷ আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা৷ যারা যাদের এরকম অবৈধ পিআরটিসি সহ দরখাস্ত জমা দিয়েছে তাদেরগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ এন এস ইউ আই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ রাজ্যের বেকারদের স্বার্থে রাজ্য সরকার এবং প্রশাসনকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে সংগঠন৷ উল্লেখ্য রাজ্য সরকার ইতিমধ্যেই চাকরি ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে৷ ত্রিপুরার কোটায় যেসব কর্মপ্রার্থী চাকরি পাওয়ার যোগ্য তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বহিরাগতদের অন্যায়ভাবে বিআরটিসি প্রদান বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জোরালো দাবি জানানো হয়েছে৷ এই চক্রে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠন রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে৷ এখনই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে রাজ্যের কর্মপ্রার্থী বেকাররা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে বলেও তারা মনে করেন৷৷ বিষয়টি নিশ্চিত করা রাজ্য সরকার এবং প্রশাসনের দায়িত্ব বলেও মনে করে সংগঠন৷ এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ার দেওয়া হয়েছে৷