মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে ”জওয়ান”


মুম্বাই, ১৩ জুলাই (হি.স.): ফের রাজকীয়ভাবে দর্শকদের কাছে ধরা দিতে চলেছেন শাহরুখ খান । পাঠান”-র পর মুক্তি পেতে চলেছে কিং খানের নতুন ছবি ”জওয়ান” । ছবির মুক্তির আগেই ছবি ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা ।

ছবির প্রিভিউ প্রকাশে আসার তিন দিনের মধ্যে যা ১০০ মিলিয়নেরও বেশি ভিউ । হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণি, সানায়া মালহোত্রার ঝলক মিলেছে প্রিভিউতে । চেরি অফ দ্য কেক হিসেবে দেখা ”জওয়ান”- এর প্রিভিউ সবার প্রথম সলমন খানকে দেখিয়েছিলেন কিং খান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *