প্রবল বর্ষণে হিমাচলে মৃত্যু বেড়ে ৮৮, হলুদ সতর্কতা উত্তরাখণ্ডে

সিমলা, ১৩ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে উত্তর ভারত জুড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়েছে। যার মধ্যে শুধুমাত্র হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৮৮ জনের। গত চারদিনে এই রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এখনও পর্যন্ত বহু পর্যটক চাম্বা, সিমলা, কিন্নর সহ অন্যান্য জেলায় আটকে রয়েছেন। ইতিমধ্যেই ৫০ হাজার পর্যটককে উদ্ধার করা গেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার একাংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে ৩০০ বেশি সড়ক বন্ধ। সপ্তাহান্তের বৃষ্টিতে ফের ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা।

বুধবার পাঞ্জাব ও হরিয়ানাতেও ৬ জন প্রাণ হারিয়েছেন। গত ৫ দিনের বৃষ্টিতে এই দুই রাজ্যেও বন্যা পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *