ফরিদকোটে ছাদ ধসে তিনজনের মৃত্যু

চণ্ডীগড়, ১২ জুলাই (হি.স.) : পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা শহরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিই দুর্ঘটনার প্রধান কারণ বলে জানা গেছে।

কোটকাপুরা শহরের দেবীওয়ালা রোডে অবস্থিত ইলেক্ট্রিসিটি হাউসের সামনে ৬ নম্বর গলির বাসিন্দা গগনদীপ সিং তার পরিবারের সঙ্গে একটি মাটির বাড়িতে থাকেন। সকালে বাড়ির ছাদ ধসে নিচে চাপা পড়েন পরিবারের সবাই। লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম কারেনজিৎ কৌর, তার চার বছরের ছেলে গভি এবং স্বামী গগনদীপ সিং। মৃত করণজিৎ কৌর ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।