মসৃণনভাবেই চলছে অমরনাথ যাত্রা, উৎসাহ ও খুশিতেই পবিত্র গূহামুখী পুণ্যার্থীরা

জম্মু, ১২ জুলাই (হি.স.) : কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জম্মু ও কাশ্মীরের ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বুধবার ভোরে ৬০ হাজার ৮০০ জন অমরনাথ তীর্থযাত্রীদের দশম দলটি, বালতাল এবং পহেলগাও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। বিগত তিন দিন বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় অমরনাথ যাত্রা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে রামবান এলাকায় জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যায়। এখন মসৃণনভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। উৎসাহ ও খুশিতেই পবিত্র গূহামুখী পুণ্যার্থীরা। এ বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল গত ১ জুলাই, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এদিকে, বুধবারই জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন অমরনাথ পুণ্যার্থী। জখম হয়েছেন ওই গাড়ির চালকও। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, উধমপুর জেলার সানরোলির কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর গাড়িটি ডিভাইডারে মারে। ওই গাড়িতে ৪ জন অমরনাথ তীর্থযাত্রী ছিলেন, দুর্ঘটনায় ওই ৪ জন আহত হয়েছেন এবং গাড়ির চালকও চোট পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের চোট খুব বেশি নয় বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *