ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। লাল মাটিতে ক্রিকেট পিচ তৈরি হচ্ছে রাজ্যে। টিআইটি মাঠে রাজ্য ক্রিকেটের স্বপ্নপূরণ হতে যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই। তারই নতুন সংযোজন লাল মাটিতে পিচ তৈরির কাজ চলছে জোর কদমে। মুখ্য দায়িত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চীফ পিচ কিউরেটর আশীষ ভৌমিক। তিনি ত্রিপুরারই প্রাক্তন ক্রিকেটার বলে আলাদা একটা নস্টালজিয়া রয়েছে। সঙ্গে রয়েছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গ্রাউন্ড এবং পিচ এর সিনিয়র ম্যানেজার অনিমেষ সাহা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দও কাজের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছেন। আশা করা হচ্ছে যথাসময়ে সামগ্রিক কাজ সম্পন্ন হয়ে টিসিএ-র হাতে তুলে দেওয়া হবে খেলার জন্য।
2023-07-12