সোনারপুর, ১২ জুলাই (হি.স.): গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, তিনি মঙ্গলবার রাতে গণনাকেন্দ্রে ঢুকে পড়েন এবং বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের মেরে কেন্দ্রে থেকে বার করে দেন। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার রাতে সেই সময় পঞ্চায়েত ভোটের গণনা চলছিল। অভিযোগ, গণনাকেন্দ্রে ঢুকে পড়েন এবং বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের মেরে কেন্দ্রে থেকে বার করে দেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্র। বিরোধীদের এই অভিযোগে কর্ণপাত করেনি শাসকদল।