ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। ঐতিহ্য তলানিতে। টানা দুই ম্যাচে হার ত্রিপুরা স্পোর্টস স্কুলের। কল্যাণ সমিতির কাছেও মুখ থুবড়ে পড়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। পক্ষান্তরে জয়ের ধারা অক্ষুন্ন রেখে এগুচ্ছে কল্যাণ সমিতি। প্রথম ম্যাচে নবোদয়কে দুই-শূন্য গোলে হারানোর পর আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল কে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল ও কল্যাণ সমিতি পরস্পরের মুখোমুখি হয়েছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে বি ডিভিশনের খেলায় প্রথমার্ধ নিষ্ফলা কাটে। দুই দলের খেলোয়াড়রা গোলমুখী আক্রমণ রচনা করলেও কার্যত গোলের সুযোগ কেউ পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার ৬৭ মিনিটের মাথায় কল্যাণ সমিতির লালবান যাইয়া একটি গোল করে দলকে এক- শূন্যতে এগিয়ে দেয়। ১০ মিনিট বাদে স্পোর্টস স্কুলের জোহন জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ফের আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকলে শেষ দিকে খেলার ৮৬ মিনিটের মাথায় ভ্যান লাল কিমা কল্যাণ সমিতির পক্ষে আরও একটি গোল করে চূড়ান্ত ব্যবধান ২-১ করে নেয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলায় অসদাচরণের দায়ে রেফারী দুদলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, শিবজ্যোতি চক্রবর্তী, আদিত্য দেববর্মা ও কার্তিক দাস। দিনের খেলা: নবোদয় সংঘ বনাম ব্লাড মাউথ ক্লাব, বিকেল চারটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
2023-07-12