নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘ গকুলনগর রাস্তার মাথা শাখার উদ্যোগে রাজ্যের জনমুখী বাজেটকে সমর্থন জানিয়ে এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালিটি রাস্তার মাথা বিএমএস অফিস থেকে শুরু হয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক পরিক্রমা করে রাস্তার মাথায় কমিউনিটি হল ঘরে এসে শেষ হয়৷ পরবর্তী সময়ে গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে এক সভা অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মায়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার সূচনা করেন সিপাহীজলা জেলা উত্তর অংশের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা , ভারতীয় মজদুর সংঘের রাস্তা মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক রতন দাস গুপ্ত সহ ভারতীয় মজদুর সংঘের শ্রমিকগণ৷ জনমুখী বাজেট নিয়ে বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক শ্রমিকদের সামনে রাজ্যের বাজেট জনগণের স্বার্থে ও উন্নয়নের ধারায় বাজেট করা হয়েছে বলে আলোচনা করেন৷ তাছাড়া জনমুখী বাজেট ঘোষণার সময় বিধায়ক সুদীপ বর্মনের বিকৃত আচরণের তীব্র নিন্দা জানান বিজেপির জেলা সভাপতি৷
2023-07-12