ব্রিটিশদের মতো ডিভাইড-অ্যান্ড-রুল রাজনীতি করছে বিজেপি, অভিযোগ এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিনের

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : ব্রিটিশদের মতো ডিভাইড-অ্যান্ড-রুল রাজনীতি করছে বিজেপি। অসমে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সংসদীয় ও বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধাচরণ করে এই অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সভাপতি তথা সাংসদ বদরউদ্দিন আজমল।

এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিন আজমল বলেন, বিজেপি যেদিন ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই ডিভাইড-অ্যান্ড-রুল পলিসি খেলছে। আরএসএস এবং বিজেপি ব্রিটিশ শাসনে গঠিত হয়েছে। তারা এখন ব্রিটিশদের পথ অনুসরণ করছে।

নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের খসড়া তালিকা সম্পৰ্কে অসন্তোষ প্রকাশ করে এআইইউডিএফ-প্ৰধান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে এ ধরনের কর্মকাণ্ডে মত্ত হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ডিলিমিটেশনের খসড়ার মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে ধর্মীয় ও ভাষিক সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার খেলা করছে বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *