নদীয়া, ১২ জুলাই (হি.স.) : নদীয়া জেলার ছাপরা থানার অন্তর্গত শিকরা স্কুল এলাকায় একটি পুকুরে স্নান করার সময় স্থানীয় এক মহিলা বোমা ভর্তি ব্যাগ দেখতে পায়। বুধবার সকালে বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা যখন পুকুরে স্নান করছিলেন, তখন তিনি জলে একটি ব্যাগ দেখতে পান। ওই ব্যাগের ভিতরে পাঁচটি সুটলি বোমা ছিল। ঘটনার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে তদন্তে শুরু করেছে। প্রসঙ্গত, নির্বাচনের দিন এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়।