চাঁচল, ১২ জুলাই(হি.স): মালদার চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর এলাকার পরানপুরে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে ভাইপো। ভাইপোর বিজয় মিছিলে শামিল হয়েছিলেন কাকাও। কিন্তু সেই বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যু হল কাকার। বিজয় মিছিল থেকে পারিবারিক বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হয় বলে সূত্রের খবর।
পরানপুর বুথ থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারিকুল শেখ। বিরাট ব্যবধানে জয়লাভ করেন তিনি। কিন্তু সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না তারিকুল ও তাঁর পরিবারের কাছে। বিজয় উদযাপনের জন্য বুধবার এলাকায় মিছিল বের করেন তারিকুল। ভাইপোর মিছিলে পা মিলিয়ে ছিলেন কাকা মফিজুদ্দিন। যিনি নিজেও একজন তৃণমূল কর্মী। এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় তাঁরা দেখতে পান স্থানীয় বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে তার মেয়ে ও জামাইয়ের বিবাদ হচ্ছে রাস্তায়। ভাইপোর বিজয় মিছিল যাতে রাস্তা দিয়ে সুষ্ঠভাবে যেতে পারে জালালউদ্দিন এবং তার পরিবারের লোককে বিবাদ থামিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন মফিজুদ্দিন। সেইসময় জালালউদ্দিনদের তরফে ছোঁড়া ইটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেরা তাঁকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।