রাঁচি, ১২ জুলাই (হি.স.) : রাঁচির ধুরভা থানা চত্বরে পুলিশ ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হতে পারেনি। পরে বিষয়টি দমকলে জানানো হয়।
দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। ব্যারাকে ডিজেল রাখা ছিল। এই কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। রুম হিটারও চালু অবস্থায় ছিল। আগুনে পুলিশের ইউনিফর্ম, মোবাইল ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ডিএসপি রাজা কুমার মিত্র জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।