জম্মু, ১২ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন অমরনাথ পুণ্যার্থী। জখম হয়েছেন ওই গাড়ির চালকও। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, উধমপুর জেলার সানরোলির কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর গাড়িটি ডিভাইডারে মারে।
ওই গাড়িতে ৪ জন অমরনাথ তীর্থযাত্রী ছিলেন, দুর্ঘটনায় ওই ৪ জন আহত হয়েছেন এবং গাড়ির চালকও চোট পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের চোট খুব বেশি নয় বলেই জানা গিয়েছে।