কিশনগঞ্জে বজ্রপাতে মৃত ১, আহত ১

কিশনগঞ্জ, ১২ জুলাই (হি.স.) : বিহারের কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকার নেপাল সীমান্তের কাঁটাবাড়ি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে জখম হয়েছেন আরও একজন। বুধবার ঘটনাটি ঘটেছে।

এদিন বৃষ্টির মধ্যে মহম্মদ শাহ আলম নামে এক ব্যক্তি খেতে ধানের চারা রোপণ করছিলেন। সেইসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে, মহম্মদ মুস্তাক নামে এক ব্যক্তি বজ্রপাতে জখম হন। তাঁকে দিঘলব্যাংক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিশনগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। দিঘলব্যাংক থানার আইসি সঞ্জীব কুমার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *