কাঠমান্ডু, ১১ জুলাই (হি.স.): নেপালে নিখোঁজ হয়ে গেল কাঠমান্ডুগামী একটি হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে মোট ৬ জন ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুংও। ইনফরমেশন অফিসার জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৯এনএমভি কল সাইন-সহ হেলিকপ্টারটি সকাল ১০.১২ মিনিট নাগাদ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হেলিকপ্টারে ৫ জন বিদেশি নাগরিক ছিলেন। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইনফরমেশন অফিসার জ্ঞানেন্দ্র ভূল জানান, হেলিকপ্টারটি সকাল ৯.৪৫ মিনিটে সোলুখুম্বুর সুরকি থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছিল।